মোবাইল চুরি: যুবককে ১৫ গজ নাকে খত

0
261

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে একটি মোবাইল চুরির অপবাদ দিয়ে শিপন নামের এক যুবককে উঠানের ১৫ গজ জায়গায় নাকে খত দেওয়ানো হয়েছে। সেই সঙ্গে তাকে মারধর এবং আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার গভীর রাতে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাতব্বর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, গামা বিশ্বাস, বিশ্ব বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস ও সুবুদ্ধি মজুমদার এ বিচারকাজ পরিচালনা করেন। এ সময় বিছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে বিছালী ইউপি ভবনের সামনে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হচ্ছিল। এ সময় ইউপি ভবনের পেছনে শৈলেন্দ্রনাথ সিকদারের বাড়ি থেকে একটি সাধারণ ফোনসহ ১ হাজার ৮০০ ভারতীয় রুপি চুরি হয়। গ্রামের শিপন রায় এ চুরি করেছেন এমন অভিযোগে শনিবার বিকেলে শৈলেন্দ্রনাথ সিকদারের বাড়িতে সালিশি বৈঠক বসে। গ্রামের মাতব্বর গামা বিশ্বাস, বিশ্ব বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, সুবুদ্ধি মজুমদারসহ বেশ কয়েকজন শিপনকে দোষী সাব্যস্ত করে বাড়ির উঠানে তাকে দিয়ে ১৫ গজ নাকে খত দেওয়ান। সেই সঙ্গে তাকে চড়-লাথি মারা হয়। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা জরিমানা করে ২১ জুলাইয়ের মধ্যে তা দিতে নির্দেশ দেয়া হয়। জরিমানার অর্থ দিতে না পারলে বাড়ি থেকে গরু-ছাগল-হাঁস-মুরগি, বাড়ি-ঘর বিক্রি করে টাকা আদায় করা হবে বলে হুমকি দেয়া হয়। এ বিষয়ে ইউপি সদস্য মো. হাফিজুর রহমান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, বিষয়টি শুনে সালিশি বৈঠকে উপস্থিত হই। বিষয়টি ইউনিয়নের গ্রাম আদালতে জানাতে বা শিপনকে পুলিশের কাছে তুলে দিতে গ্রাম্য মাতব্বরদের অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার কথা শোনেননি। আমাকে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন তারা। তাই আমি চলে আসি। পরে তারা কি সমাধান দিয়েছেন আমি জানি না। এসব অভিযোগের বিষয়ে জানতে শৈলেন্দ্রনাথ সিকদারের মোবাইলে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে রোববার রাতে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here