নড়াইলে মেধাবীদের সন্ধানে কবিতাঙ্গনের পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0
312
Exif_JPEG_420

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মেধাবীদের সন্ধানে কবিতাঙ্গনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) জেলা শিল্পকলা অডিটরিয়ামে সকাল ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটির প্রথম সেশন, জেলা প্রশাসক মোঃ ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পি.পি.এম। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম, জেলা জজ, যশোর। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল, সভাপতিত্ব করেন- ড. শাহিদুল্লাহ আনসারী, চেয়ারম্যান, বাংলাদেশ শিশুমেলা সোসাইটি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ শামিমা আক্তার শিউলী, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক। এছাড়ও উক্ত অনুষ্ঠানে নড়াইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি তাঁর বক্তেব্যে বলেন, খেলাধুলার কোন বিকল্প নাই। বর্তমান সমাজে সবধরনের অপকর্মের সাথে অলস ছেলে মেয়েরাই জড়িয়ে পড়ছে। ছেলে মেয়েরা যাতে অলস হয়ে বসে না থাকে সেজন্যই তাদের খেলাধুলার দিকে অগ্রসারিত করতে হবে। খেলাধুলা তরুনদেরকে মাদকের মত ভয়াবহ কর্মকান্ড থেকে দুরে রাখে। তাই আমাদের সকলের উচিত খেলাধুলা ও বিভিন্ন ধরনের বিনোদন মূলক কর্মকান্ডের মাধ্যমে তরুনদের মাদকের ছোবল থেকে রক্ষা করা। এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, ক্লাবটির অন্যান্য সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here