নড়াইলে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র রিয়াবুল বাঁচতে চায়

0
239

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র রিয়াবুল শিকদার (১০) বাঁচতে চায়। যেবয়সে বন্ধুদের সঙ্গে খেলার মাঠে খেলাধূলা করার কথা কিন্তু ঘাতক ব্যধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সে ভারতের চেন্নাই এ্যপোলো ক্যান্সার ইনিস্টিটিউটে চিকিৎসাধীন আছে। রোগীকে চিকিৎসাবাবদ সাহায্যের জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তার পরিবার।নড়াইলের কালিয়া উপজেলার পুটিমারী গ্রামের হেমায়েত আলী শিকদারের ছোট ছেলে রিয়াবুল। গত একমাস আগে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই পাঠানো হয়েছে। তাকে মোট ছয়টি কেমোথেরাপি দেয়ার প্রয়োজন। রিয়াবুলকে এপর্যন্ত দুটি কেমো দেয়া হয়েছে।পর্যায়ক্রমে বাকীগুলি দেয়া হবে। সে জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু দরিদ্র কৃষক বাবার পক্ষে আর রিয়াবুলের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই রিয়াবুলকে প্রাণে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর-০১৭৬৫৫১৬১৯৬ (পার্সোনাল) অনুরোধ করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here