নড়াইলে ভ্রাম্যমান আদালতের ৪ জনের কারাদন্ড

0
257

উজ্জ্বল রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নড়াইল■ বুধবার (২৭ ফেব্রুয়ারি) ২৭৪: নড়াইলের কালিয়ায় ২ পুরুষ ও ২ নারীসহ ৪জনকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়ার ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা ওই আদেশ দেন। ভ্রাম্যমান আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে কালিয়া পৌরসভার সিতারামপুর গ্রামের পাঁচু মোল্যার ছেলে মোঃ শহীদুল ইসলাম (৩২) ও চাঁদপুর গ্রামের মকলেজ বিশ্বাসের ছেলে মোঃ ফেরদৌস বিশ্বাস (৩০), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকাঠি গ্রামের আমজাদ মোল্যার মেয়ে সীমা (২৫) ও একই গ্রামের মাওলা শেখের মেয়ে সুমি ওরফে কাজলী (২৬) কালিয়া পৌর এলাকার সিতারামপুর গ্রামে ঘোরাফেরা করাছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কালিয়া থানার টহল পুলিশ আটক করে থানা হাজতে সোপর্দ করে। বুধবার সকালে পুলিশ তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাদের উক্ত দন্ডাদেশ প্রদান করেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here