নড়াইলে ভিষাল মতুয়া মহাসমাবেশ, ঢাক-ঢোলের শব্দে মাতোয়ারা

0
349

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের মহাজনে মতুয়া মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী হারিবাশর গুরুচাদ মন্দির কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশের উদ্বোধন করেন জয়পুর ধামের তারক গোষাই পরিক্ষিত গোঁসাই। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সমাবেশে মহাজন ঘষিয়াবাড়ি হরিবাশর মন্দিরের সভাপতি শঙ্কর কুমার সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মলয় কুমার নন্দী, প্রধান বক্তা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমলাখি বিশ্বাস, বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কালিয়া শাখার সভাপতি শিল্পপতি বিশ্বজিৎ সাহা, কালিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, কালিয়া কেন্দ্রীয় হরিবাশর মন্দিরের সভাপতি সমীর কুমার সাহা, কালিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল রায়, সাধারণ সম্পাদক শঙ্খ ঘোষ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াগাতী থানা শাখার সভাপতি গোপাল চন্দ্র রায় প্রমুখ। মতুয়া সমাবেশে, নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতীসহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক মতুয়া দল ঢাক ঢোল, কাশি, বাঁশি বাঁজিয়ে নেচে-গেয়ে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন মতুয়ারা। মতুয়া সমাবেশের অন্যতম আকর্ষণ রয়েছে নন্দিত কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের মনোঙ্গ সঙ্গীতানুষ্ঠান
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here