নড়াইলে ব্যাংক ডাকাতি মামলার আসামী গ্রেফতার

0
357

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের মাইজ পাড়া ব্যাংক ডাকাতির মামলা (১৯/১৭, তাং ২২/০১/১৭)’র এক আসামীকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানার পুলিশ। ২৩ জুলাই (সোমবার) সকাল ৭ টায় তাকে মাইজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হফিজুর রহমান (২১)। সে নড়াইল সদর উপজেলার দেবিপুর গ্রামের সাক্কার মোল্যার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর নিকট একটি গোপন সংবাদ আসে মাইজপাড়া বাজারের ব্যাংক ডাকাতির মামলাভুক্ত আসামী মাইজপাড়া এলাকা দিয়ে ঘোরাফেরা করছে। সংবাদ পেয়ে পুলিশ সুপার সদর থানার ওসি তদন্তকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ওসি তদন্ত হরিদাস রায় এ.এস.আই আনিচ, মনির, ইলিয়াসসহ সদর থানার একটি চৌকশ টিম নিয়ে মাইজপাড়া বাজার ঘেরাও করে তাকে সেখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) ওসি তদন্ত হরিদাস রায় কোন অপরাধীয় নড়াইলের বুকে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে না। আমার সাধ্যমত আমি নড়াইলে অপরাধমুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নড়াইল জেলা পুলিশ মাদক, জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় হাফিজুর রহমানকে মাইজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নড়াইল সদর থানার ওসি তদন্ত হরিদাস রায়, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ সুপার স্যারের সঠিক দিক-নির্দেশনাকে কাজে লাগিয়ে অভিযান চালিয়ে নড়াইলে মাইজপাড়া ব্যাংক ডাকাতির মামলার আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে, এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, কোন অপরাধীয় নড়াইলের বুকে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে না। আমার সাধ্যমত আমি নড়াইলে অপরাধমুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নড়াইল জেলা পুলিশ মাদক, জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় হাফিজুর রহমান কে মাইজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here