নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

0
748

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের আলাদা আলাদা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে। গতকাল রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ সকল অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ও থানা পুলিশের চৌকশ টিমের সদস্যরা। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, মূলত নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ সকল অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা গতকাল রাত ২টার দিকে । শুক্রবার (১৫,৯.১৭) সকাল পর্যন্ত নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মোঃ লিটু শেখ (৪০) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলামের নেতৃত্বে নড়াইল পৌরসভাধীন মিতালী সংঘের দক্ষিণ পার্শ্ব সংলগ্ন কাঠের গোলার পাশ থেকে ৪০ পিচ ইয়াবাসহ তরুণ রায় (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তরুণ রায় নড়াইল সদর উপজেলাধীন মুলিয়া ইউনিয়নের অন্তর্গত সীতারামপুর গ্রামের মৃত হরসিত রায়ের ছেলে। এছাড়াও নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবাসহ তরিকুল নামে অপর এক যুবককে গ্রেফতার করেছে। তরিকুল লোহাগড়া উপজেলাধীন মোচড়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদকব্যবসায়ের সাথে সম্পৃক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নড়াইল সদর ও লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক প্রতিবেদক উজ্জ্বল রায়কে, জানান, নড়াইল জেলায় এতো পরিমাণ ইয়াবার বিস্তৃতি ঘটেছে যে তা নির্মুল করতে সময় লাগছে। তবে খুব থানা পুলিশ ও ডিবি পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে খুব শীঘ্রই নড়াইল জেলাকে মাদকমুক্ত জেলা হিসেবে তৈরি করা যাবে বলেও তিনি গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করেন। ### ছবি সংযুক্ত

নড়াইলে জেলা পুলিশের সাড়াশী অভিযানে ৩৫ জন গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (২৭৪ মোবা:০১৯৭৫-৯০৯৪৭২)
নড়াইল:(শুক্রবার ১৫,৯.১৭) নড়াইল জেলার পুলিশ সুপার, সরদার রকিবুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে সাড়াশী অভিযানে চলমান আছে তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল পর্যন্ত নড়াইল জেলা পুলিশের সাড়াশী অভিযানে ৫ জন মাদক ব্যাবসায়ীসহ মোট ৩৫ জন গ্রেফতার হয়। এই বিশেষ অভিযানকালে ১১ পিস ইয়াবা উদ্ধার হয়। রুবেল বিভিন্ন মোবাইল সিমের মাধমে পরিচয় দিয়ে বিকাসের মাধ্যমে সাধারণ মানুষ বা সরকারি অফিসারেদর নিকট থেকে প্রতারনা করে টাকা নিয়েছে। কালিয়া থানার চাচুড়ি বাজার থেকে এই প্রতারক চক্রের মূল হোতাকে সিমসহ গ্রেপ্তার করে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here