নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
285

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। মঙ্গলবার (৫ জুন) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফের সভাপতিত্বে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ারুল ইসলাম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক, জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসকে আব্দুর রশীদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জসিমউদ্দিন হাওলাদার, নারীনেত্রী রওশন আরা কবির লিলি, আঞ্জুমান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণের সময় কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, গ্রীন নড়াইল ক্লিন নড়াইল গড়তে হলে সর্বপ্রথম শিক্ষার্থীদের ভূমিকা অগ্রগণ্য থাকতে হবে। কারণ শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় পারে পরিবেশকে সুন্দর করতে। এছাড়াও মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বানও জানান পুলিশ সুপার।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here