নড়াইলে বখাটে ইভটিজিং এর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সভা

0
258

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের ইভটিজিং এর প্রতিবাদে সভা অনুষ্ঠিত। সোমবার(৩সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নড়াইলের সদর উপজেলার শেখহাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নড়াইলে ইভটিজিং এর প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয় পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইলেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তি প্রসাদ হালদার, সহকারী শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক হুমায়ুন বিশ^াস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন, বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা ইসলাম, অর্পিতা অধিকারী প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,হাফিজুল নিলু, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এসময় বক্তরা বলেন, স্থানীয় বখাটে পারভেজ ও হেলাল দির্ঘদিন যাবৎ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। গত ২৯ আগস্ট ওই দুই বখাটে শিক্ষার্থীদের উত্যাক্ত করলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পারভেজ ও হেলালের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান বক্তরা। এবিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here