নড়াইলে প্রতারণা মামলায় হাজিরা দিতে এসে ইসলামিক ইউনিভার্সিটির সহকারি রেজিস্ট্রার শ্রীঘরে

0
281

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে বিদেশ পাঠানোর নামে ১০ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলায় হাজিরা দিতে এসে ইসলামিক ইউনিভার্সিটির সহকারি রেজিস্ট্রার শ্রীঘরে। নড়াইলের দু’যুবক কে বিদেশ পাঠানোর নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আলমগীর হোসেন খান নামে এক প্রতারককে বিজ্ঞ বিচারক জেলা হাজতে প্রেরণ করেছেন। অর্থ আতসাৎ ও প্রতারনা মামলার একমাত্র আসামী আলমগীর হোসেন খান (৪৭) নড়াইল সদর নালিশী আদালতে হাজিরা দিলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মিঠাখালী গ্রামে। প্রতারক আলমগীর হোসেন খান কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে সহকারি রেজিষ্ট্রার হিসেবে কর্মরত আছেন। মামলা সূত্রে জানা যায় নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামের অহিদুজ্জামান ও বাগবাড়ি গ্রামের সহিদুল ইসলামের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সিঙ্গাপুর পাঠানোর কথা বলে তাদের নিকট হতে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। ২০১৭ সালের ৫ জানুয়ারী স্ট্যাম্পে লিখিত চুক্তি করে এ টাকা নেয়। টাকা নেয়ার সময় তাদের ৬ মাসের মধ্যে সিঙ্গাপুর পাঠানোর চূড়ান্ত কথা দেয়। টাকা নিয়ে তিনি অহিদুজ্জামান ও সহিদুল ইসলামের পাসপোর্ট করে দেন। পাসপোর্ট হাতে পেয়ে তাদের আলমগীরের প্রতি আস্থা বিশ্বাস বেড়ে যায়। এরপর তারা আলমগীরের সাথে বিদেশ যাওয়ার দিন জানতে চাইলে আজকাল বলে ঘুরাতে থাকে। এক পর্যায়ে অহিদুজ্জামান ও সহিদুল তার নিকট টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে নানা তালবাহানা শুরু করে। নিরূপায় হয়ে ২০১৭ সালের ২৮ নভেম্বর লিখিত স্ট্যাম্পের চুক্তিনামা দেখিয়ে সহিদুল ইসলাম বাদি হয়ে নড়াইল সদর নালিশী আদালতে মামলা করেন। আলমগীর হোসেন খান গতকাল বৃহস্পতিবার এ মামলায় জামিন নিতে আসেন। আদালত তার জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে শ্রীঘরে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here