নড়াইলে পুলিশ সুপারের মৎস্য প্রকল্পে সংযোজিত হলো দৃষ্টিনন্দন পানির ফোয়ারা

0
781

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপারের নিজ হাতে প্রতিষ্ঠিত মৎস্য প্রকল্পে সংযোজিত হয়েছে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। আর এ সবই সম্ভব হয়েছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর জন্য। পুলিশ সুপারের বাসভবন ও সার্কিট হাউজের সামনে সরকারি বদ্ধ জলাশয় পরিস্কার করে তাতে মাছের পোনা অবমুক্ত করার পর এবার নতুন পানির ফোয়ারার সংযোজনে নড়াইলবাসী সন্তোষ প্রকাশ করেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, শনিবার (১৪ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৃষ্টিনন্দন এই ফোয়ারা দেখতে নড়াইলবাসীর উপচে পড়া ভিড়। এসময় দর্শনার্থীদের মধ্যে এক ব্যক্তি নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে বলেন, সৃজনশীলতা আর আন্তরিকতা থাকলে আমাদের চারপাশের সবকিছুকেই নান্দনিক, সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তোলা সম্ভব সেটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন এস.পি. সাহেব। তার এ অনুকরণীয় দৃষ্টান্তকে অনুসরণ করে সকলেরই উচিত নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান, পরিবেশকে ভালোবেসে এরকম নৈসর্গিক করে তোলা। তাতে নিজেদের মনের খোরাক তো বটেই অর্থনৈতিক ভাবেও উন্নয়ন সম্ভব। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন, গ্রীন নড়াইল, ক্লিন নড়াইল গড়তে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মৎস্য প্রকল্পের পর দৃষ্টিনন্দন ফোয়ারার উদ্যোগ হাতে নিয়েছি। তিনি আরও বলেন, সম্প্রতি আমি নড়াইল পৌর মেয়রের সাথেও নড়াইল জেলার শ্রীবৃদ্ধির লক্ষে মতবিনিময় করেছি। তিনি আশা রাখেন খুব শীঘ্রই নড়াইলে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবাল মাহমুদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক কমল কান্তি পালসহ নড়াইল জেলায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here