নড়াইলে পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার-১

0
252

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকশ টিম। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম আকাশ খান (২১)। সে নড়াইল সদর উপজেলাধীন দুর্গাপুর এলাকার মনসুর খানের ছেলে। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে নড়াইল জেলার সদর উপজেলাধীন তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আকাশ খান দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছে এবং ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছে মর্মে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমানকে নির্দেশ দিলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অবস্থান করে আকাশ খানকে ২৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলে ইয়াবা ব্যবসার সাথে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here