নড়াইলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে ঐতিহাসিক আনন্দ শোভাযাত্রা

0
257
SONY DSC

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■্:

স্বল্পোন্নত থেকে উন্নযনশীল দেশে উত্তরণে নড়াইলে শোভাযাত্রা জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদায় বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে নড়াইলে পুলিশ প্রশাসনের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে রোববার (২৫ মার্চ) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে স্কুল চত্বরে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের পি.পি.এম এর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, পি.পি.এম নড়াইল এ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকীসহ আরো অনেকে। এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, ক্লাবটির অন্যান্য সদস্যবৃন্দ সহ আরো অনেকে। এ সময় বক্তারা দেশকে আরো এগিয়ে নিতে দেশপ্রেম জাগ্রত এবং নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। কর্মসূচিতে পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, পুলিশ সদস্য, আনসার, ভিডিপি, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here