নড়াইলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একাধিক ইয়াবা মামলার আসামি নিহত: ৫ পুলিশ সদস্য আহত

0
410

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ বুধবার নড়াইল সদর উপজেলাধীন আউড়িয়া ইউনিয়নের অন্তর্গত মালিবাগ মোড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা মামলাসহ একাধিক মামলার আসামি সজিব শেখ (৩০) নিহত হয়েছে। সে সদর উপজেলাধীন দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দু’টি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। নিহত সজিবের নামে ইয়াবাসহ বিভিন্ন অপরাধের দায়ে একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। জানা গেছে, মঙ্গলবার (২৯ মে) রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইয়াবা ব্যবসায়ী সজিব ইয়াবা ও অস্ত্র বিক্রির লক্ষে নড়াইলের মালিবাগ মোড়ের বালুর মাঠে অবস্থান করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণ চালায় তারা। পুলিশও পাল্টা আক্রমণ চালায়। একপর্যায়ে ঘটনাস্থলে এক ইয়াবা ব্যবসায়ীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এ সময় তার সহযোগিরা লাশ দেখে পালিয়ে যায়। এ বন্দুক যুদ্ধে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন এসআই নয়ন পাটোয়ারী (ডিবি), এসআই ওহিদুর রহমান (সদর থানা), এএসআই আলমগীর (ডিবি), এএসআই হাসান (ডিবি), কনস্টেবল জব্বার (ডিবি)। নিহত ইয়াবা ব্যবসায়ী সজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের মালিবাগ মোড়ে ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা ও অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে আমার নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের প্রেক্ষিতে নড়াইল সদর থানা ও ডিবি পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠালে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা আক্রমণ করে। এতে ঘটনাস্থলে ইয়াবা ব্যবসায়ী সজিব নিহত হয়েছে এবং পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ সুপার আরও বলেন যে, তার বিরুদ্ধে নড়াইল থানায় একাধিক ইয়াবা ও হত্যা মামলাসহ পুলিশকে মারপিট করার একাধিক মামলা রয়েছে। অপরদিকে জেলা পুলিশ বিশেষ অভিযানে
মোট ২৬ জন গ্রেফতার মঙ্গলবার (২৯ মে) থেকে আজ বুধবার (৩০-মে,২০১৮) সকাল পর্যন্ত নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করে গ্রেফতার জিআর মামলায় ১৪জন সিআর মামলায় ৫ জ নিয়মিত মামলায় ৪ জন মাদক মামলায় ২জন গ্রেফতার ১ জন (৫৪ ধারায়) মোট ২৬ জন গ্রেফতার ১০ পিছ ইয়াবা গাঁজা ১২ গ্রাম মোট উদ্ধার।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here