নড়াইলে পুলিশের সফল অভিযানে ২৪ জন মাদকব্যবসায়ীসহ গ্রেফতার

0
256

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর দিক-নির্দেশনায় নড়াইল জেলাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম। ৫ দিনের আজ বৃহস্পতিবার (২৪-মে) ব্যবধানে ২৪ মাদকব্যবসায়ীসহ মোট ২১৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নড়াইল জেলা পুলিশ। নড়াইল জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সমগ্র নড়াইল জেলার ৪ টি থানার চলতি মাসের ১৯ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ২১৩ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২৪ জন মাদকব্যবসায়ীও আছে। এছাড়াও ২১৪ পিচ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও ৪৯২ গ্রাম গাঁজাও উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ সদস্যরা। চলতি বছরের ২৮ ফেব্রæয়ারিতে যোগদানের পর নড়াইল জেলা পুলিশ অপরাধ দমনে আশানুরূপ ফল লাভে সক্ষম হয়েছে। পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৯ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। সেই সাথে ৮৭টি মামলাও দায়ের হয়েছে। এছাড়াও ১০ বোতল ফেনসিডিল, ২৪২৯ পিস ইয়াবা, ২ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ২ লিটার ২৫০ মি.লি. মদ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি হাত বোমা, ৩টি চাপাতি, ১টি রামদা, ৫০টি সড়কি, ৩টি বল্লব, ১০টি লোহার রড উদ্ধার হয়েছে। নড়াইল সদর থানায় ১জন ডাকাতি মামলার আসামি গ্রেফতার হয়েছে। লোহাগড়া থানা পুলিশের নিকট থেকে ছিনতাইকৃত আসামি ও এ সংক্রান্ত মামলার ৪জন আসামিকে গ্রেফতার করে। এছাড়াও পাচারের প্রাক্কালে পাসপোর্ট অফিসের ২ পাচারকারী দালালসহ ২ জন রোহিঙ্গা নারী উদ্ধার হয়েছে। নড়াইলের চা ল্যকর ইউপি চেয়ারম্যান পলাশ হত্যাকাÐের মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে যারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়াও নড়াইলের বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে চলমান বিবাদ নিরসন করে ওই এলাকায় শান্তি স্থাপন করেন। নড়াইল জেলা পুলিশ অফিস (ক্রাইম শাখা) সূত্রে জানা গেছে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম নড়াইলে যোগদানের পর মোট ১৯৬৭ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করেছেন। আর এ সবই সম্ভব হয়েছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর সঠিক দিক নির্দেশনার ফলে। সমগ্র নড়াইল জেলাকে সন্ত্রাস, মাদক, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত করতে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। এরই মধ্যে মাঠে সাঁড়াশি অভিযান শুরু করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এদিকে জেলায় মাদক ব্যবসা প্রতিরোধসহ এ নিয়ে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ সুপার বিভিন্ন সভা সেমিনারে নিজে উপস্থিত থেকে মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করছে। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়ের নিকট দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম বলেন, স¤প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশ থেকে জঙ্গিবাদ র্নির্মুলে পুলিশ বেশ সফলতা দেখিয়েছে, মাদক নির্মুলেও পুলিশ সফল হবে।’ এছাড়াও প্রধানমন্ত্রী মাদকমুক্ত দেশ গড়তে আইনপ্রয়োগকারী সংস্থাসমূহকে নানা নির্দেশনা দিয়েছেন। পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি মহোদয় দেশ থেকে মাদক নির্মুল করার পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর সঠিক দিক-নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গি, জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলস পরিশ্রম করে চলেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন; নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক, আমিনুজ্জামান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ প্রমুখ। তিনি বলেন, রমযান মাসে নড়াইলে শিক্ষার্থীদের মাঝে মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য ‘ইসলামের দৃষ্টিতে মাদক ও জঙ্গিবাদ’ বিষয়ক সভা সেমিনারের আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই ‘মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।’ কিন্তু পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক সেবন, বিক্রয় কিংবা সংরক্ষণ এসব বিষয়ে সামাজিক বিপ্লব গড়ে তুলতে পারলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা কঠিন কিছু নয়। পুলিশ সুপার এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি পুলিশকে সহযোগিতার জন্য আহবান জানিয়েছেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, সমপ্রতি প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশ থেকে জঙ্গিবাদ র্নির্মুলে পুলিশ বেশ সফলতা দেখিয়েছে, মাদক নির্মুলেও পুলিশ সফল হবে।’ এছাড়াও প্রধানমন্ত্রী মাদকমুক্ত দেশ গড়তে আইনপ্রয়োগকারী সংস্থাসমূহকে নানা নির্দেশনা দিয়েছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here