নড়াইলে পুলিশের নিয়মিত অভিযান চলাকালে একাধিক মামলার আসামী ইয়াবাসহ মোট ২৬ জনকে আটক

0
200

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ৩৫ পিচ ইয়াবাসহ একাধিক মামলার মোট ২৬ জন আসামীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনকারী টিমের সদস্যরা। সোমবার (১১ জুন) সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ পিচ ইয়াবাসহ সুনীল বিশ্বাসকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামের রবীন বিশ্বাসের ছেলে। নড়াইলের পুলিশ সূত্রে জানায়, সুনীল বিশ্বাস অনেক দিন যাবত গোপনে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনিচ ও এএসআই মনির এর পরিচালিত সদর থানার একটি চৌকশ টিম সোমবার সকালে গোয়ালবাড়ি নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সুনীল বিশ্বাসকে গ্রেফতার করে। এসময় তাকে তল্লাশি করে তার নিকট হতে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ আরো জানায় সুনীল এর আগেও অনেকবার মাদকদ্রব্য সহ গ্রেফতার হয়েছে। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে জেল হতে বের হয়ে আবারও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ বিষয়ে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ঘোষনাকৃত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনীল বিশ্বাসকে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে। মাদক ব্যবসায়ী কোন অবস্থাতেই ছাড় পাবে না। অপর দিকে নড়াইল জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জেলা থেকে বিভিন্ন মামলায় মোট ২৫ জনকে গ্রেফতার করেছে। রবিবার (১০ জুন) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। নড়াইল পুলিশ সুপারের কার্যালয় কর্তৃক প্রদত্ত এক রিপোর্টে জানা যায়, জি.আর মামলায় ১৫ জন, সি.আর মামলায় ৮ জন, নিয়মিত মামলায় ২ জন আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকারী টিম। তবে গ্রেফতারের সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে কোনো অস্ত্র বা মাদক উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণানুযায়ী নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকারী টিম। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলায় মোট ২৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) এ বিষয়ে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আমি নড়াইলে পুলিশ সুপার হিসাবে যোগদানের পর হতে সন্ত্রাস, মাদক ও জঙ্গী বিরোধী বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছি। মাদক বিরোধী অভিযানে নড়াইলের পুলিশ অধিকাংশ সাফল্য লাভ করেছে। সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এ অভিযান সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, নড়াইল জেলাকে অপরাধমুক্ত করতে নড়াইল জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, জঙ্গি ও সন্ত্রাসের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুশিয়ারি প্রদান করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here