নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে চাউল, ইফতার সামগ্রী, বস্ত্র ও ছাগল বিতরণ

0
280

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে চাউল, ইফতার সামগ্রী, বস্ত্র ও ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ চাউল, ইফতার সামগ্রী, বস্ত্র ও ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমসহ বিভিন্ন নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জানা গেছে, ভিক্ষুকমুক্ত নড়াইল গড়ার পর নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে চাউল, ইফতার সামগ্রী, বস্ত্র ও ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠান চলাকালে অন্যান্যের সাথে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, পুনর্বাসিত ভিক্ষুকদের আয়ের উৎস সীমিত হওয়ায় তাদের ঈদ উদযাপনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে লক্ষে কালিয়া উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার উদাত্ত আহ্বানও জানান তিনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here