নড়াইলে পছন্দের টেইলার্স হতে ড্রেস তৈরি না করায় শিশু শিক্ষার্থীদের বেদম মারপিট

0
263

 

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের লাঠি দিয়ে পিটিয়ে মারাক্তক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) স্কুল চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শহিদা বেগম তার পছন্দের টেইলার্স হতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বানাতে বলেন। কিছু শিক্ষার্থী সে দোকান বাদ দিয়ে অন্য দোকান হতে ড্রেস বানায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে  সেসব শিক্ষার্থী ও যারা ড্রেস তৈরি করতে পারেনি, তাদের বেদম মারপিট করেন। কুঞ্চির লাঠির আঘাতে শিশু শ্রেণির শিক্ষার্থী বুশরা খাতুন, জান্নাতুল ফেরদৌস সহ কয়েকজন মারাক্তক আহত হন। আহত শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করেন। শিশু শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এর পিতা খন্দকার আজিজুল ইসলাম, জানান, প্রধান শিক্ষিকা শাহিদা বেগম সকল শিক্ষার্থীকে মিঠাপুর বাজারের মোস্তফা মুন্সীর দোকান হতে স্কুল ড্রেস বানাতে বলেছেন। মোস্তফা মুন্সী এ বিদ্যালয়ের সভাপতি এনায়েত মুন্সীর ভাই হওয়ায় তার দোকান হতে পোষাক তৈরী করার জন্য চাপ দেয় শিক্ষার্থীদের। অনেক অভিভাবক বিষয়টি বুঝতে না পেরে বিভিন্ন দোকান হতে পোষাক বানায়। এতে বদমেজাজী শিক্ষিকা মারাক্তক ক্ষেপে গিয়ে শিশুদের পিটিয়ে আহত করেছেন। ঘটনার পর সাংবাদিকরা গিয়ে আহত শিশু শিক্ষার্থীদের গায়ে লাঠির আঘাতের চিহৃ দেখে মারপিট করার কারণ জানতে চাইলে শিক্ষিকা শাহিদা বেগম বলেন, স্কুল ড্রেস না বানানোর কারনে এবং স্কুল ক্যাচমেন্ট এরিয়ার বাইরের ছেলে মেয়েরা এ স্কুলে আসায় হালকা মারপিট করা হয়েছে। দু’একজনের হয়তো একটু বেশি লেগে যেতে পারে। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি এনায়েত মুন্সী জানান, আহত শিশুদের চিকিৎসা দিচ্ছেন। সকলেই সুস্থ আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম বলেন, এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here