নড়াইলে নিজ উদ্যোগে বাজার থেকে চাল কিনে অসহায় মানুযের মাঝে বিতরন!

0
309

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: সরকারীভাবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় নিজ উদ্যোগে বাজার থেকে চাল ক্রয় করে গরীব দুখি ও অসহায়দের মাঝে বিতরন করলেন নড়াইল পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার মোঃ রবিউল ইসলাম খান টুনু। সোমবার (৩ সেম্পেমবার) দুপুরে বরাশুলা এলাকায় কমিশনারের নিজ বাড়িতে ভাটিয়া ও বরাশুলা গ্রামের ৭৬ জন নারী-পুরুষদের মাঝে বিনা মূল্যে জন প্রতি ২০ কেজি করে চাউল বিতরন করা হয়। জানা গেছে, সম্প্রতি পৌরসভা থেকে এলাকার কিছু মানুষকে বিনামূল্যে চাউল দেওয়া হয়। সরকারী ভাবে বরাদ্দ কম থাকায় ঐ সময় এলাকার অনেক গরীব অসহায় মানুষকে সেই চাউল না দিতে পারায় নড়াইল পৌরসভার ২ নং ওয়ার্ড কমিশনার নিজে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বাদ পড়া গরীব অসহায় মানুষের তালিকা করেন। পরে বাজার থেকে নিজ অর্থে চাল ক্রয় করে এলাকার অসহায়দের মাঝে বিতরন করেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরার হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কমিশনার মোঃ রবিউল ইসলাম খান টুনু জানান, ভাটিয়া ও বরাশুলা গ্রামের হিন্দু মসিলিম প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরে প্রকৃত গরীব অসহায় মানুষদের তালিকা তৈরী করা হয়েছে। যাদেরকে সরকারীভাবে বরাদ্দের চাউল দিতে পারিনি তাদের সকলকে ২০ কেজি করে চাউল দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সমাজের প্রতিটা ধনাঢ্য ব্যক্তির সম্পদের উপর গরীব দুঃখীর হক রয়েছে। প্রতিটা ধনী ব্যক্তির উচিত আশেপাশের অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here