নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

0
843

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: “শ্রমিক-মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে মহান মে দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০১ মে) সকালে জেলা প্রশাসন, শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, স্যানিটারি সমিতি, ইমারত নির্মাণ সমিতি, ইজিবাইক বহুমুখী সমবায় সমিতি, নরসুন্দর কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ বাসস্ট্যান্ড চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম, নড়াইল পৌর মেয়র ও শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ছাদেক আহম্মেদ খান প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অন্যান্যের সাথে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকরাই একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই মালিকপক্ষকেও শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকা উচিৎ। সরকারি নিয়মনীতি মেনে শ্রমিকদের নির্ধারিত সময় ও মজুরিতে কাজ করানোর জন্য মালিকদেরকে আহ্বান করেন। সেই সাথে সততার সাথে শ্রমিকদেরকেও কাজে মনোনিবেশ করার জন্য বলেন। এছাড়াও সকল শ্রেণিপেশার মানুষকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here