নড়াইলে দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ

0
267

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)  আয়োজনে শুক্রবার (২০ জুলাই) সকাল ১০টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (তদন্ত) এ.এফ.এম আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শিক্ষা উপকরণ হিসেবে ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত খাতা, জ্যামিতি বক্স ও স্কেল প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ উল্লেখ করে তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার আহ্বান জানান। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) তাঁর বক্তব্যে বলেন, ছাত্রজীবন অধ্যাবসায়ের সময়। এ সময় যে যতবেশি অধ্যাবসায় করবে সে ততবেশি উন্নতির শিখরে আরোহণ করতে সক্ষম হবে। সেই সাথে শিক্ষার্থীদের মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকারও উদাত্ত আহ্বান জানান তিনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here