নড়াইলে দুইটি কিডনি নষ্ট চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এলেন এমপি মাশরাফি

0
242

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অসুস্থ আব্দুর রশিদকে ৫০ হাজার টাকার। দেশের না থাকলেও অসহায় এ মানুষের সহায়তায় এগিয়ে আসেন নড়াইলের সংসদ সদস্য। জানা গেছে, নড়াইলের জেলার ডহরপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেন মোল্যার ছেলে আব্দুর রশিদের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে ঢাকা পিজি হাসপাতালের চতুর্থ তলার সি-ব্ল এর ২৭ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন। গত ১১ মার্চ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এফ এম রোমান রায়হান তার ফেসবুক ওয়ালে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে চেয়ে সংসদ সদস্য বরাবর একটি আবেদন করেন। সেখানে লেখা ছিল,নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এশারতের বড় ভাই আব্দুর রশিদের দুইটি কিডনি নষ্ট। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে তাকে বাঁচানো সম্ভবও উল্লেখ করা হয়। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা পরিবার নিয়ে দেশের বাইরে অবস্থান করলেও বিষয়টি তার চোখ এড়ায়নি। সেখান থেকেই তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে ৫০,০০০ হাজার টাকার ব্যবস্থা করে দেন। পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। আব্দুর রশিদকে মাশরাফি সার্বিক সহযোগিতা করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই সাধুবাদ জানিয়েছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন ফেসবুকে লিখেছেন, ‘পোষ্টটি প্রিয়নেতা মাশরাফি ভাই দেখেছেন এবং আব্দুর রশিদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, হাসপাতালে আব্দুর রশিদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় সকল সাহায্যে করবেন বলে জানিয়েছেন।’ছাত্রলীগ নেতা এশারত বলেন, ‘আমার ভাই কি চিকিৎসার অভাবে মরে যাবে? বড় ভাই আব্দুর রশিদের চিকিৎসার জন্য পিতার যায়গা জমি যা ছিল সবই বিক্রি করে চিকিৎসা চালানো হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন। তার চিকিৎসা করানো মত অর্থ আমাদের নেই।’তিনি আরও জানান, এমপি সাহেব ৫০ হাজার দিবেন আমার ভাইয়ের চিকিৎসার জন্য। এমপি সাহেবের মত সমাজের বিত্তবানদের তার ভাইয়ের চিকিৎসা জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য সৌমেন চন্দ্র বসু বলেন, ‘আব্দুর রশিদকে চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদানের জন্য তার স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের কাছে টাকা পৌঁছে দেয়া হবে।’তিনি আরও বলেন, ‘মাশরাফি দেশে না থাকলেও তার নির্বাচনী এলাকার প্রতি বিশেষ নজর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক মানবিক আবেদনে সাড়া দিলেন ব্যবস্থা করে দেন তিনি দেশের বাইরে অবস্থান করেও তিনি বিভিন্ন সমস্যার সমাধান করছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here