নড়াইলে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

0
256

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর সাব রেজিষ্ট্রী অফিসে নিয়মিত সাব-রেজিষ্ট্রার দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। নড়াইল দলিল লেখক সমবায় সমিতি’র আয়োজনে সদর সাব-রেজিষ্ট্রী অফিস চত্বরে রোববার (২০ মে) দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলিল লেখক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান,সাবেক সভাপতি শহিদল ইসলাম, সাবেক সভাপতি সাহিদুর রহমান ভিকু, ইকবাল হোসেন প্রমুখ। জানা যায়, দীর্ঘ দিন যাবত সদর সাব-রেজিস্ট্রী অফিসে নিয়মিত অফিসার নাই। কালিয়া সাব-রেজিস্্রটী অফিসের সাব-রেজিষ্ট্রার মঞ্জুরুল আলম সপ্তাহে দু’দিন এ অফিসে আসেন। তাও ঠিকমত আসেন না। তার আসার নির্ধারিত দিনে জমির দলিল লিখে দাতা ও গ্রহীতাদের নিয়ে অপেক্ষায় থাকেন লেখকরা। কোন দিন আসেন কোন দিন আসেন না। অফিসে আসবেন না, এ নোটিশ লেখকদের দেন না। সে কারণে প্রতিনিয়ত লেখক, দাতা ও গ্রহীতারা হয়রানীর শিকার হচ্ছেন। এদিকে ফরিদপুরের জেলা রেজিষ্ট্রার মকবুল হোসেন নড়াইল জেলার অতিরিক্ত দ্বায়িত্বে আছেন। তিনি নিজে ঠিকমত অফিসে আসেন না। এমনকি কোন তদারকি করেন না। এতে করে নড়াইল সদর সাব-রেজিষ্ট্রী অফিসে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত ১৫ মে সাধারণ সভা করে দলিল লেখক সমিতি অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি শুরু করে। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় রোববার (২ মে) সকালে মানববন্ধন এবং স্মারকলিপি দেয়। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আইজিআর’র দৃষ্টি আকর্ষন করে নিয়মিত সাব-রেজিষ্্রটার দেয়ার দাবি জনানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here