নড়াইলে ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

0
281

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পৃথক যৌথ অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি হচ্ছে জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নেতৃত্বে এসআই জামারত, এসআই নয়ন পাটোয়ারী, এএসআই সোহেল, আজাদ হুসাইন, টিটো, সোহাগসহ একটি চৌকশ টিম হানা দিয়ে পৃথকভাবে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাইকড়া গ্রামের বাকি মুন্সী (৩৮) ও ইমাম হাসান (৫০) কে গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে পৃথক পৃথকভাবে ৭০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ডিবি পুলিশের যৌথ অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পৃথক পৃথকভাবে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে বুধবার তাদের জেল-হাজতে প্রেরণ করা হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here