নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার-২৭

0
285

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি নড়াইল পৌরসভাধীন মহিষখোলা গ্রামের মাজানুর শেখের ছেলে রাব্বি শেখ (১৯)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুন) গভীর রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ জামারত, এএসআই আলমগীর, এএসআই নাহিদ, কনস্টেবল ওলিয়ার, আজাদ হুসাইনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে মহিষখোলা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত রাব্বির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। এ প্রসঙ্গে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামান আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল জেলা থেকে মাদক নির্মূল করতে ডিবি পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদকসেবী, ব্যবসায়ীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণাই পুলিশের কাজ। কাজেই এ সকল অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবে না। অপরদিকে নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে বৃহস্পতিবার থেকে (২২ জুন) সকাল পর্যন্ত অভিযানে মোট গ্রেফতার ২৬ ইয়াবা ২৫ পিস, ১০ গ্রাম গাঁজা, উদ্ধার । ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জিআর মামলায় ১৭ জন সিআর মামলায় ৩ জন মাদক মামলায় ৪ জন সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন মামলায় ২৬জনকে গ্রেফতার করে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বৃহস্পতিবার থেকে (২২ জুন) সকাল পর্যন্ত অভিযানে মোট ২৬জনকে গ্রেফতার করেছে পুলিশ মাদকদ্রব্য ৪ এবং অন্যান্য মামলায় ২২ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নড়াইল জেলায় এ অভিযান চলমান থাকবে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here