নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫-মাদকব্যবসায়ী গ্রেফতার

0
541

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে মোট ৫ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে আলাদা আলাদাভাবে মোট ৯৭ পিচ ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে (৬ অক্টোবর ২০১৭) শুক্রবার পর্যন্ত নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই সোহেল, এএসআই জহিরসহ ডিবি’র একটি চৌকশ টিম তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী গ্রামের মৃত খলিল সরদারের ছেলে রাসেল সরদার (৩৭), নড়াইল সদর উপজেলাধীন পাইকমারী গ্রামের বাচ্চু মোল্যার ছেলে আনোয়ার (৩২), নড়াইল সদর উপজেলার বিল ডুমুরতলা গ্রামের কুদ্দুস আলীর ছেলে আলমগীর (২৭)। অপরজন হলো নড়াইলের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের গোলাম মোল্যার ছেলে জহির মোল্যা (৩৮)। আরেকজন হলো নড়াইলের লস্কারপুর গ্রামের নূর আমীন মুন্সির ছেলে ইতি মুন্সি (৩৫) সহ ৫ । অপরদিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই আলমগীরের নেতৃত্বে এএসআই রাজ্জাক, অলিয়ার, বায়জীদ, জাহাঙ্গীর, মুরাদ, সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোট ৯৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে এ ব্যাপারে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে (৬ অক্টোবর ২০১৭) শুক্রবার পর্যন্ত পুলিশ সুপারের মাদকবিরোধী অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইয়াবা ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here