নড়াইলে ডিবি পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে গাঁজাসহ গ্রেফতার-১

0
384

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম বায়েজিদ (২০)। সে নড়াইলের পার্শ্ববর্তী জেলা যশোরের বাঘারপাড়া থানাধীন ভাঙ্গুড়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, মঙ্গলবার (৩ জুলাই) সকাল ৯টায় নড়াইলের হাতিরবাগান এলাকায় একটি বাস তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজাসহ বায়েজিদকে গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা। জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে নড়াইলে ছেড়ে আসা একটি বাস নড়াইলের হাতিরবাগান এলাকায় পৌঁছালে বাসটিতে তল্লাশি শুরু করে। এ সময় গ্রেফতারকৃত বায়েজিদের আচরণ সন্দেহজনক হলে তার শরীর তল্লাশি করলে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয়েছে। এ ব্যাপারে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামান বলেন, আমরা নড়াইল জেলা থেকে মাদক দূরীকরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নিয়মিত বাস তল্লাশিকালীন সময়ে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে বলেন, মাদক দমনে নড়াইল পুলিশ কারো সাথে আপোষ করে না। যে যেখানেই যে অবস্থাতেই মাদক পরিবহন করুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি প্রদান করেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here