নড়াইলে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ ১জন গ্রেফতার

0
424

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-২৭৪ (মোবা: ০১৭১৫৯০৯৪৭২): নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশি মদসহ ১ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিটন (২৫)। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে সে যশোর জেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা তসলিম মিয়ার পুত্র। মঙ্গলবার (০৮ আগস্ট) নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নের্তত্বে সঙ্গীয় ফোর্স এসআই নয়ন পাটোয়ারী, এএসআই সোহেল, এএসআই জহিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল পৌরসভাধীন হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে । এসময় গ্রেফতারকৃত লিটনের নিকট থেকে ৩ বোতল নিষিদ্ধঘোষিত বিদেশি মদ উদ্ধার করা হয়। ওসি আশিকুর রহমান জানান, প্রতিদিনের ন্যয় নিয়মিত বাস তল্লাশিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে লিটনকে তল্লাশি করলে তার নিকট থেকে ৩ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাদকব্যবসায়ী ও মাদকসেবীরা দেশ ও জাতির শত্রু। তাই তাদেরকে কঠোর হস্তে দমন করতে পুলিশ কখনোই পিছপা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here