নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৭০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

0
618

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার সরদার রকিবুল এর ভলিষ্ট নেতৃত্বে সফল মাদক বিরোধি অভিযানের অংশ হিসাবে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৭০৫ পিচ ইয়াবাসহ ১ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কামরুল হাসান (৩৫)। সে নড়াইলের মাদবহাটি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে নড়াইল রবিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৪ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর জামানের নের্তত্বে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই আলমগীর, এএসআই জহির, এএসআই রাজ্জাক, এএসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেকে ৭০৫ পিচ ইয়াবাসহ কামরুলকে আটক করে। ওসি আশিকুর রহমান জানান, মাদক বিরোধী অভিযোনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করলে তার নিকট থেকে ৭০৫ পিচ ইয়াবা পাওয়া যায়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল এবং ইয়াবা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। খবর ৭১/ এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here