নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৩

0
294

উজ্জ্বল রায়, ও বুলু দাস নড়াইল প্রতিনিধিঃ “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে;“নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা হলো নড়াইলের কদমতলা গ্রামের আকছেদ শেখ এর ছেলে মোঃ হাশমত শেখ (৩৫) ও একই গ্রামের তকব্বর আলীর ছেলে জিকুর হোসেন (৩০)। সোমবার (২১ মে) গভীর রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আমিনুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই নয়ন পাটোয়ারী, এএসআই হাসান, কামরুল, আলমগীর, কনস্টেবল বায়জিদ, সোহাগ, ওলিয়ার, মফিজ, সুজন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৬২ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। এ প্রসঙ্গে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আমিনুজ্জামান এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত বলে আমরা একটি গোপন সূত্র থেকে খবর পাই। পরবর্তীতে ডিবি পুলিশের একটি চৌকশ টিমকে সাথে নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে ৬২ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ডিবি পুলিশের সফল অভিযানে নড়াইল জেলা থেকে অনেক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ডিবি পুলিশের এই মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত পরিচালিত নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এছাড়াও নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম মোঃ রাজ্জাক হোসেন। সে নড়াইল সদর উপজেলাধীন মহিষখোলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। রবিবার (২০ মে) গভীর রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আমিনুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই নয়ন পাটোয়ারী, এএসআই নাহিদ, হাসান, কনস্টেবল আজাদ হুসাইন, সোহাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। এ প্রসঙ্গে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আমিনুজ্জামান বলেন, গ্রেফতারকৃত রাজ্জাক ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত বলে আমরা একটি গোপন সূত্র থেকে খবর পাই। পরবর্তীতে ডিবি পুলিশের একটি চৌকশ টিমকে সাথে নিয়ে অভিযান চালিয়ে তাকে ১৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ডিবি পুলিশের সফল অভিযানে নড়াইল জেলা থেকে অনেক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ডিবি পুলিশের এই মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়াও মাদকসেবী ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নড়াইলবাসীকে আহ্বান জানান, হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়াও মাদকসেবী ও ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নড়াইলবাসীকে আহ্বান জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here