নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবরাজ গ্রেফতার

0
262

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবরাজকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবরাজের নাম মামুন মোল্যা (২৫)। সে নড়াইলের কলিমন গ্রামের মৃত রবিউল মোল্যার ছেলে। রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইয়াবা বিকিকিনি হচ্ছে। এর সূত্র ধরে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন পাটোয়ারী, এএসআই সোহেল, হাবিব, নাহিদ, রাজ্জাকসহ কনস্টেবল আজাদ হুসাইন, সুজনকে সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ২৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নড়াইলের কলিমন গ্রাম থেকে ২৩ পিস ইয়াবাসহ মামুন মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণানুযায়ী ইয়াবা ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়ায় ইয়াবা ব্যবসায়ীদের ধরতে পারলে আমাদেরই গর্ব ও ইয়াবা ব্যবসায়ীদের সন্ধান দেওয়ার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here