নড়াইলে ডিবি ও থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার-৩৮

0
310

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: শুক্রবার থেকে শনিবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত সকাল পর্যন্ত অভিযানে মোট ৩৮জনকে গ্রেফতার করেছে। মোট ১৪১ ইয়াবা, ৩০্রগ্রাম গাঁজা উদ্ধার। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক কমল কান্তি পাল ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাক্ষাৎকারে বলেন ও নড়াইল সদর থানা পুলিশের একটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, এ সময় তাদের কাছ থেকে আলাদা আলাদাভাবে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৪ জুলাই) গভীর রাতে এ সকল অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার এএসআই মনির, আনিছ, রেজাউল ও ইলিয়াস অভিযান চালিয়ে নড়াইলের সদর উপজেলাধীন বাগডাঙ্গা এলাকা থেকে উজ্জ্বল সরদার (২৮) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জ্বল ওই এলাকার বাসিন্দা। অপরদিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে নড়াইলের চন্ডিবরপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রমেশ বিশ্বাস (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃত রমেশ ওই এলাকার সনাতন বিশ্বাসের ছেলে এবং ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অপর এক অভিযানে নড়াইলের সিংগিয়া বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলো নড়াইলের কোমখালী এলাকার জাহিদুর রহমান (২৬) ও মাগুরা জেলার পুলুম এলাকার ফুলমিয়া (৪৮)। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণার পরও যারা এ ব্যবসায়ের সাথে জড়িত তাদেরকে খুব কঠোর হস্তে দমন করা হবে। নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযানের সফলতার কারণে জেলা থেকে প্রায় প্রতিদিনই মাদকসহ মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে। সেই সাথে মাদকব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য নড়াইলবাসীর সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। অপর এক অভিযানে শুক্রবার থেকে শনিবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন মামলায় মোট ৩৮জনকে গ্রেফতার করে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, শুক্রবার থেকে শনিবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত সকাল পর্যন্ত অভিযানে মোট ৩৮জনকে গ্রেফতার করেছে মোট ১৪১ ইয়াবা, ৩০্রগ্রাম গাঁজা উদ্ধার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here