নড়াইলে জেলা প্রশাসনের তহবিল থেকে উচ্চশিক্ষার জন্য ইন্দ্রজিতকে নগদ অর্থ প্রদান

0
180

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের মেধাবী ছাত্র ইন্দ্রজিতকে সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসনের নিজেস্ব তহবিল থেকে উচ্চশিক্ষার জন্য নগদ এককালীন ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় বল্লারটোপ আদর্শ কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় রিপোটে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সার্বিকভাবে সহায়তা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়।ইন্দ্রজিতের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হওয়া। তার এ স্বপ্ন সফল হোক বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইন্দ্রজিৎকে তারা শুভ কামনা জানান। জানা যায়,নড়াইলের বল্লারটোপ আদর্শ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন অসহায়, হতদরিদ্র ইন্দ্রজিত বিশ্বাস। নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের জেলে পরিবারের সদস্য গোবিন্দ বিশ্বাসের তিন সন্তানের মধ্যে ইন্দ্রজিত বিশ্বাস বড়। অন্য দুই ভাই স্কুলে লেখাপড়া করে। বাড়িতে বসবাসের ছয় শতক জমি ছাড়া তাদের অন্য কোনো জমি নেই। একটিমাত্র ঘরে ইন্দ্রজিতের দাদী,বাবা-মাসহ ছয়জন বসবাস করেন। অভাবের সংসার। বাবা গোবিন্দ মৌসুমের সময় স্থানীয় খাল-বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। একদিন মাছ না ধরলে বা মাছ বিক্রি করতে না পারলে তাদের ছয় জনের সংসারের কেউই দুই বেলা খেতে পারেন না।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here