নড়াইলে জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন নৌকা বাইচ উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন

0
327

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি বছরের ন্যয় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আসন্ন নৌকা বাইচ উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) বিকাল ৪টার দিকে নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম সরকারি কাজে নড়াইলের বাইরে অবস্থান করায় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার মোঃ নজরুল ইসলাম, নারী নেত্রী সালমা রহমান কবিতা, আঞ্জুমানারা বেগম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও নড়াইল জজকোর্টের আইনজীবি মোঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সভা চলাকালে সভাপতি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যয় এবারও নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন নড়াইল জেলায় এসে সমবেত হয়। এত লোকের সমাগম হওয়ায় তখন অপরাধপ্রবণতাও বৃদ্ধি পায়। এ সময় সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে নড়াইল পুলিশ সর্বদা জাগ্রত থাকবে। পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরাও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নজরদারি রাখবে। সর্বপ্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও নৌকা বাইচ অনুষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here