নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

0
347

উজ্জ্বল রায় ,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) সফলভাবে পালন উপলক্ষ্যে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় রিপোটে বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১১টায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ মুন্সী মোঃ আসাদুজ্জামান টনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, নড়াইল সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাধায়ক, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ নড়াইল সদর হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা চলাকালে অন্যান্য অতিথির পাশাপাশি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন  পিপিএম বলেন, শিশুদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। কাজেই কোন শিশু যাতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে অভিভাবকদের সতর্কতার সাথে খেয়াল রাখার পরামর্শও প্রদান করেন তিনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here