নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
374

বুলু দাস (সদর) প্রতিনিধি: “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলেছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ”- এই স্লোগানে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি আইনজীবী সমতির যৌথ উদ্যোগে নড়াইল শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ সা.না. মো. মারুফ হোসেন, জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ সা.না. মো. মারুফ হোসেন, জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ গোলাম নবী, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের জেনারেল প্রসিকিউটর এ্যাড. অচিন চক্রবর্তী, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম। এ সময় জেলা জজ আদালতের সকল কর্মকর্তা কর্মচারী ও আইনজীবী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় অন্যান্যের সাথে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, সরকারি খরচে আইনি সেবা পেতে ইউনিয়ন ও উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে অথবা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা পাওয়া যায়। কাজেই সুবিধাবঞ্চিত এবং উপযুক্ত ব্যক্তিদের এই সহায়তা গ্রহণের পরামর্শও প্রদান করেন তিনি।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here