নড়াইলে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষ কয়েক জন আহত

0
203

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে জমি নিয়ে বিরোধীতা সংঘর্ষে আহত হয়েছে ৩ জন। আজ ২ এপ্রিল সোমবার সকাল ৮ টায় তালতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্রে জানায়, সৈয়দ মামুন, পিং আকরাম এর সহিত আকরাম, পিং মৃত আদর আলীর মধ্যে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে দুজনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আকরাম ও তার স্ত্রী জাহানারাকে প্রতিপক্ষ পিটিয়ে আহত করে। আকরামের ছেলে চাকুরির সুবাদে এলাকার বাইরে থাকায় সে বাড়িতে ফিরে মামুনের কাছে ঘটনার বিষয় জানতে গেলে তাকেও পিটিয়ে আহত করে মামুন। আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। অপরদিকে গৃহপালিত পশু (ঘোড়া) দড়ি ছিড়ে অন্যের জমিতে মলত্যাগ করায় এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে জখম। ঘটনাটি ঘটেছে রবিবার নড়াইল জেলার লাহুড়িয়া এগারোনালি গ্রামে। ভুক্তভোগী ব্যক্তির নাম মাহাবুল মোল্যা (৪০)। সে ওই এলাকার ইয়াকুব মোল্যার ছেলে। জানা গেছে, বেলা ১২টার দিকে মাহাবুল মোল্যার গৃহপালিত ঘোড়া রশি খুলে তার বাড়ির পার্শ্ববর্তী একটি জমিতে মলমূত্র ত্যাগ করে। এরই জের ধরে ওই জমির মালিক একই গ্রামের ছবদার মোল্যার ছেলে চান মিয়া (৪০) তার ওপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন ওই গ্রামের ছকাতুল্লাহর ছেলে আজিজার মোল্যাসহ আরও ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে চান মিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে মাহাবুল মোল্যাকে কুপিয়ে জখম করে। পরে মাহাবুলের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে মাহাবুল মোল্যা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here