নড়াইলে জঙ্গি, সন্ত্রাস ,মাদক ও ইভটিজিং নির্মূলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় পুলিশ সুপার

0
390

উজ্জ্বল রায় ,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে,মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১১টায় নড়াইল সদর উপজেলাধীন রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলাধীন চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার সাইফুর রহমান, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়টির ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমুখ। মতবিনিময় সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভটিজিং এগুলো সামাজিক ব্যাধি। এসকল সামাজিক ব্যধি নির্মূলে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বলেন, যদি কারো কাছে এ ধরনের অপরাধমূলক কোনো খবরাখবর থাকে তাহলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য উপস্থিত শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নড়াইল সদর উপজেলাধীন ধোন্দা ও রতডাঙ্গা গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বন্দের অবসানও ঘটান তিনি। উভয় গ্রামের মাতব্বরদের সাথে নিয়ে তিনি মীমাংসা করেন। পুলিশ সুপারের এরূপ কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছে সকলেই।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here