নড়াইলে জঙ্গিবাদ-মাদক ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা পুলিশ সুপার’র!

0
223

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের রূপগঞ্জ বাজার এলাকা পরিদসন কালে, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), বলেছেন পুলিশ জনগণের বন্ধু। সেবাই পুলিশের ধর্ম। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে পুলিশ। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জঙ্গিবাদ-মাদক ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এটা প্রমাণ করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি বলেন, ২০১৩ ও ২০১৪ সালে আমাদের বেশ কয়েকজন সহকর্মীসহ নিরীহ নাগরিককে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পেট্রোল-সন্ত্রাস ও আগুন সন্ত্রাস তারা যেসময় করেছিল আবারো এধরনের পরিকল্পনা করা হতে পারে সাধারণ জনগণকে জিম্মি করে। আবারো সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে। সুতরাং পুলিশ যে কোনো ধরণের অপতৎপরতা, শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সর্বশক্তি ও সাহস মেধা দিয়ে রুখে দেবে। তিনি উল্লেখ করেন, সৌন্দর্য্যরে জন্য নয়, বিনোদনের কেন্দ্র হিসেবে নয়, নড়াইলের অত্র এলাকার মানুষের সেবা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য পুলিশ। আর কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় নিজেদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, আমাদের নড়াইল প্রতিনিধিকে জানান, পুলিশ জনগণের বন্ধু। সেবাই পুলিশের ধর্ম। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে পুলিশ। জঙ্গিবাদ-মাদক ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এটা প্রমাণ করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুতরাং পুলিশ যে কোনো ধরণের অপতৎপরতা, শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সর্বশক্তি ও সাহস মেধা দিয়ে রুখে দেবে। তিনি উল্লেখ করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here