নড়াইলে গাঁজাসহ এক মাদকসেবী আটক

0
341

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা মাদকদ্রব্য কার্যালয়ের উদ্যোগে বুধবার (১৬ মে) নড়াইল সদর উপজেলাধীন মাইজপাড়া ডিগ্রী কলেজে এক মাদক বিরোধী শিক্ষাঙ্গন কর্মসূচির আয়োজন কর হয়। এ সময় কলেজের সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস, প্রভাষক মোঃ ইসাহাক আলী, মোছাঃ নাইমা খাতুন, মোছাঃ শাহিনা ইয়াসমিনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল এর কর্মীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা। অপরদিকে একই দিনে নড়াইল সদরের চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও মাদকবিরোধী শিক্ষাঙ্গন কর্মসূচির আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল। অনুষ্ঠানের শুভারম্ভে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আফিয়া সুলতানা এবং পবিত্র গীতা থেকে পাঠ করে সুবর্ণা বসু। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিখিল কুমার গোস্বামী, সহকারী শিক্ষক নীল কমল বিশ্বাস এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইলের কর্মীবৃন্দ। মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইলের সহকারী উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা। এদিকে ওই দিনই রাত সাড়ে ৮টার দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খানসহ টহল ডিউটিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নড়াইল এর অভিযান দল রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ জুয়েল শেখ (২৩) নামক এক ব্যাক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। উপস্থিত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিকে সবিস্তারে জিজ্ঞাসাবাদপূর্বক তাকে অর্থদন্ড প্রদান করেন ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here