নড়াইলে গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জুয়ার আসরে অভিযান

0
383

বুলু দাস (রুপগঞ্জ, নড়াইল) প্রতিনিধি: নড়াইলের চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বুলু রায়ের পরিত্যক্ত জমিদার বাড়ির এক জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি, নগদ ৯ হাজার ১৫১ টাকা ,৭টি মোবাইল সেট ও ১২ সেট তাস জব্দ করেছে পুলিশ। রাত সাড়ে ১১ টার দিকে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়েছে। জুয়াড়ীদের বিরুদ্ধে নড়াইলের কালিয়া থানায় পুলিশ নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়েছে। আটকৃতরা হলো- উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাদশা মোল্যার ছেলে মিরাজ শেখ,সাবু বিশ্বাসের ছেলে হাফিজুর বিশ্বাস,ডহর চাাঁচুড়ী গ্রামের তহির মোল্যার ছেলে মিনারুল ও সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামের টুকু শেখের ছেলে টিটো শেখ। নড়াইলের কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস বলেন, রাতে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চার যুবককে আটক করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here