নড়াইলে কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন ডিআইজি হাবিবুর রহমান

0
200

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ জোন পর্যায়ের তিন দিনব্যাপী জেলা ও আন্তজেলা জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় নড়াইল জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যাবস্থাপনায় এ প্রতিযোগিতা হয়। ফাইনালে নড়াইল জেলা দল ৪০-১৭ পয়েন্টে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনা বিভাগের ডিআইজি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি পি এম (বার),এর সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি ডিসি আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস প্রমুখ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় জেলা পুলিশের কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ১৫ মার্চ থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, পিরোজপুর, মাগুরা, বাগেরহাট, বরিশাল ও স্বাগতিক নড়াইলসহ ১০টি মহিলা কাবাডি দল অংশ গ্রহণ করে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here