নড়াইলে কবি গানের মধ্যদিয়ে শেষ হলো দু’দিনব্যাপী ইতিহাস ‘যুদ্ধযাত্রা-৭১’স্মরণানুষ্ঠান

0
306

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ চলাকালে নড়াইলের বিভিন্ন স্থানে সংগঠিত যুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো দু’দিনব্যাপী স্মরণানুষ্ঠান যুদ্ধযাত্রা-৭১। মঙ্গলবার (৬-মাচ) ভোর রাত পর্যন্ত কবি গানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্মৃতির মনিকোঠায় স্মরণীয় যেদিন এই শ্লোগানকে সামনে রেখে ‘‘যুদ্ধযাত্রা-৭১’’এর আয়োজনে সদর উপজেলার ভবানীপুর আরবিএফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গত ৪ মার্চ শেষে দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলণ করেন শহীদ মিজানুর রহমানের মাতা শহীদ জননী লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের আকলিমা খাতুন। শেষ দিনে আলোচনা সভায়’ যুদ্ধযাত্রা ৭১ ‘এর সভাপতি ৭১ বিএলএফ কমান্ডার (মুজিব বাহিনী) শরীফ হুমায়ুন কবীরের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন- মুক্তিযুদ্ধের প্রশিক্ষক ও জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এ মতিনসহ অনেকে। স্বাগত বক্তব্য দেন- যুদ্ধযাত্রা-৭১ এর উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শরীফ আরিফ নাছির। এছাড়া প্রথমদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর ত্রর মো.শাহীদুল ইসলাম শাহী, মোঃ ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ,সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, এ সময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে ছিল লাঠি খেলা, ভলিবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন, খুলনা ও যশোরের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লালনগীতি, শিল্পী রীনা পারভীন ও বেবী পারভীনের অংশগ্রহণে জারীগানের আসর, রওশন বয়াতী ও সঞ্জয় মল্লিকের অংশগ্রহণে কবি গানের আসর। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here