নড়াইলে এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশ-জনতার মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি!

0
259

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারকে কেন্দ্র করে নড়াইল পুলিশ ও স্থানীয় জনতার মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আর এই ঘটনাকে ভিন্ন ধারায় প্রবাহিত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। নড়াইল জেলার কুমড়ী গ্রামের ওবাই শেখের পুত্র বিপ্লব শেখ (২৫) একটি ওয়ারেন্টভুক্ত আসামি। সে নিজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের বুধবার (৯,মে) রাত সাড়ে ১০টার দিকে প্রেক্ষিতে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান ডিবি’র একটি চৌকশ টিম নিয়ে তাকে
গ্রেফতারের জন্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কতিপয় লোকজন আসামি বিপ্লবকে গ্রেফতার করতে বাঁধা সৃষ্টি করে। বাঁধা নিরসনকল্পে পুলিশ তাদেরকে তাড়া করে এবং আসামি বিপ্লবকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, বর্তমানে ওই এলাকার দিঘলিয়া ইউনিয়নের উপ-নির্বাচনের নির্বাচনী প্রচারণার কাজ চলছে। আর এই সুযোগকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করছে। তাদের দাবি পুলিশ আনারস প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করছে এবং নৌকা প্রতীকের প্রার্থীকে জেতানোর চেষ্টা করছে। এ প্রসঙ্গে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, আমি ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লবকে গ্রেফতার করার জন্য ওই এলাকায় অভিযান চালিয়েছি। আর তাছাড়া নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করার দায়িত্ব পুলিশেরই। সেক্ষেত্রে আমরা রক্ষক হয়ে ভক্ষকের ন্যয় আচরণ করতে পারি না। একটি কুচক্রী মহল নড়াইল পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা করার দরকার আমরা তাই করছি। এক্ষেত্রে আমাদেরকে নৌকা মার্কা ও আনারস মার্কার লোকেরা দোষ দিচ্ছে, এটা তাদের বোঝার ভুল।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here