নড়াইলে উপনির্বাচন চলাকালে উত্তেজিত জনতা দুই চেয়ারম্যানকে পেটাল,পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে

0
332
PHTO0008.JPG

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে উপনির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনকে পিটিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, আহতরা হলেন- কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চেয়্যারম্যান সিরাজুল ইসলাম হিরোক, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, একই এলাকার রওশন কাজী ও সরোয়ার ভুইয়া। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, হামিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে চাচুড়ী ইউনিয়নের চেয়্যারম্যান সিরাজুল ইসলাম হিরোক ও পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনিসহ ৪ জন নির্বাচনী এলাকা ভোমবাগে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে বাধা দিলে তর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা দুই চেয়ারম্যানসহ চারজনকে পিটিয়ে আহত করে। রির্টানিং অফিসার ও নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন জানান, ভোট কেন্দ্রের বাইরে কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তবে বহিরাগতরা নির্বাচনী এলাকায় প্রবেশ করে থাকলে তারা বিধি লঙ্ঘন করেছে। নড়াইলের কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর ৭১/ ই:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here