নড়াইলে ইটভাটা মালিক হত্যা মামলা ঘটনায় গ্রেফতার-৭

0
198

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতি থানার চরসিংগাতী এলাকায় ইটভাটা মালিক আসাদুজ্জামান টিটো শরীফকে (৪৪) গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ৭ আসামিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নির্দেশক্রমে নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান অক্লান্ত পরিশ্রম করে মামলার ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি চলতি মাসের ১২ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলো নড়াইল জেলার নড়াগাতি থানার চর সিংগাতী গ্রামের মৃত হিমু চৌধুরীর ছেলে পলাশ চৌধুরী (পটুয়াখালী জেলার কুয়াকাটা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্রেফতার), একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আব্দুল্লাহ চৌধুরী (বরিশাল জেলার গৌরনদী এলাকা থেকে গ্রেফতার), একই গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র বক্কার চৌধুরী (খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার), একই গ্রামের মৃত মিন্টু মোল্যার ছেলে তুহিন মোল্যা (জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকা থেকে গ্রেফতার), একই গ্রামের মৃত মতিয়ার মোল্যার ছেলে মাসুদ মোল্যা (জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকা থেকে গ্রেফতার), একই গ্রামের জাহিদ চৌধুরীর ছেলে নতুন চৌধুরী (নারায়ণগঞ্জ জেলা থেকে গ্রেফতার), অজ্ঞাত আসামি বাগেরহাট জেলার সিংগাতী গ্রামের ইসলাম শেখের পুত্র আলামিন শেখ (চট্টগ্রাম ইপিজেড থেকে গ্রেফতার)। নড়াইল পুলিশের একটি টিমকে সাথে নিয়ে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান কয়েকদিন ধরে প্রযুক্তির ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাদের নড়াইলে নিয়ে আসা হয়েছে। এ প্রসঙ্গে নড়াইলেল সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান এক প্রেস ব্রিফিংয়ে, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ সুপার স্যারের সঠিক দিক-নির্দেশনাকে কাজে লাগিয়ে অব্যাহত অভিযান চালিয়ে এ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল জেলাকে অপরাধমুক্ত করতে জেলা পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতা সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও যে কোনো মামলার আসামিতে গ্রেফতার করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here