নড়াইলে ইউপি চেয়ারম্যান পলাশ হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মাসুম গ্রেফতার

0
266

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ (৪৮) হত্যা মামলার আসামি একই ইউপি’র সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় তাকে ঢাকার মিরপুর এলাকার বাসাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ইমতিয়াজ আহম্মেদ মাসুমকে শনিবার (১০ মার্চ) দুপুরে লোহাগড়া থানায় আনা হয়েছে। জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কুমড়ি গ্রামের লতিফুর রহমান পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পলাশ হত্যাকান্ডের ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি রাতে নিহত পলাশের বড় ভাই জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু বাদী হয়ে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনিসহ ১৫ জনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি মনিরুজ্জামান মনিকে গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মনিরুজ্জামান মনিকে গ্রেফতারের আগেই তার ভাই শরীফ বাকি বিল্লাহকে সন্দেহজনক ভাবে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ১৫ আসামির মধ্যে দুই ভাইসহ ৪ জনকে গ্রেফতার করলেও অন্যরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here