নড়াইলে আসন জাতীয় সংসদ নির্বাচন ডিসি ও এসপি প্রেস ব্রিফিং!

0
342

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১:০০টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমীতে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। নড়াইল নির্বাচন কমিশন কার্যালয়ের আয়োজনে এ প্রেস ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় রিপোটে, এ সময় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, বিজিবি, র‌্যাব ও পুলিশের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়। প্রেস ব্রিফিং চলাকালে প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা তাঁর বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন যে কোনো মূল্যেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করতে হবে। এক্ষেত্রে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে র‌্যাব, পুলিশ ও বিজিবি বিভিন্ন স্থানে প্রয়োজনানুপাতে নিয়োজিত করতে হবে। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), বলেন, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে যাতে কোনো প্রকার বিশৃক্সখলা না ঘটে এ লক্ষে নড়াইল জেলা পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। নির্বাচনী সহিংসতা রোধে মোবাইল টিম গঠন ও তৎক্ষণাৎ এ্যাকশান গ্রহণের জন্যও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ বলেন, ভোটাধিকার প্রয়োগের জনগণের অধিকার। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নড়াইলবাসীকে উদাত্ত আহŸান জানান তিনি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here