নড়াইলে আসন্ন দুর্গাপূজাসহ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের এসপি’র নির্দেশনা!

0
236

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃআসন্ন দুর্গাপূজাসহ নড়াইলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন, সদর থানার ওসি আনোয়ার হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, কালিয়া থানার ওসি শেখ শমসের আলী, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমানসহ নড়াইলের বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তারা। এ সময় স্থানীয়, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, ইমরান হোসেন সেখ, সাজু খান, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাইফুল ইসলাম বাবু, সাজাদ হোসেন তুহিন, প্রমুখ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ব্যক্তিবর্গ নড়াইলে শুরু হয়েছে দূর্গা পূজা প্রতিমা তৈরীর কাজ, নড়াইলে আগমনী বার্তা নিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দূর্গোৎসব। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটবে মর্তলোকে। হাতে খুব অল্প রসময় তবে কাজ অনেক ইতিমধ্যে নড়াইলের প্রায় সব পূজা মন্ডপে পালরা ব্যস্ত মা দূর্গার প্রতিমা তৈরীর কাজে। কোথাও চলছে প্রতিমা বেনা দেওয়া আবার কোথাও প্রতিমা মাটি করনের কাজ। পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ১৪ অক্টোবর (রবিবার) মহাপ মী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে এ শারদীয় দুর্গোৎসব। এর আগে ৯ অক্টোবর (মঙ্গলবার) হবে মহালয়া। এবছর মা দূর্গা আসছেন ঘোটক (ঘোড়ায়) চেপে। দশমী পূজার মধ্য দিয়ে ১৯ অক্টোবর (শুক্রবার) শেষ হবে ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here