নড়াইলে আসন্ন ঈদের বাজার মনিটরিং মাঠে নেমেছে স্বয়ং পুলিশ সুপার

0
240

বুলু দাস সদর প্রতিনিধি: নড়াইলে আসন্ন ঈদকে ঘিরে ক্রেতা-বিক্রেতারা খুব ব্যস্ত সময় পার করছেন। আর এই ব্যস্ততার মধ্য দিয়ে কেউ যাতে প্রতারিত বা অপরাধের সাথে জড়িয়ে না পড়ে এজন্য আসন্ন ঈদের বাজার মনিটরিং করছেন স্বয়ং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। সোমবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে নড়াইল শহরের মূল প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় কয়েকজন পুলিশ অফিসার নিয়ে ঘুরে ঘুরে বাজার মনিটরিং করছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। পুলিশ সুপারের এমন মহান উদ্যোগে নড়াইলবাসী সন্তোষ প্রকাশ করেছেন। বাজার মনিটরিং কালে পুলিশ সুপারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাজার মনিটরিং কালে পুলিশ সুপার নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়ের নিকট এক সাক্ষাৎকারে বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতারক চক্র বাজারে ঘোরাফেরা করে। এছাড়াও এসময় মানুষ ব্যস্ত থাকায় বিক্রেতারা ভেজাল দ্রব্য বিক্রয়, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ে। আর জাল টাকার ছড়াছড়ি তো থাকেই। সব ধরনের অপরাধ দমনে আমরা ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাক পরিহিত পুলিশও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বাজারের উপর নজরদারি রাখবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এছাড়াও ‘গ্রীন নড়াইল, ক্লিন নড়াইল’ বাস্তবায়নের লক্ষে নড়াইল পৌরসভার সাথে সমন্বিতভাবে কুরবানীর পশু জবাই করার জন্য নির্দিষ্ট স্থানও বেছে দিয়েছেন তিনি। এতে করে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে বলেও তিনি মত প্রকাশ করেন। এদিকে ঈদকে সামনে রেখে নিজেই বাজার মনিটরিং করায় পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন নড়াইলের জনগণ। পুলিশ সুপারের এমন মহতি উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে নড়াইল জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here